ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাংশায় রেলের জায়গায় অবৈধ ৩৫ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১১ মার্চ ২০২৪

রাজবাড়ীর পাংশায় রেলের জায়গায় গড়ে ওঠা ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে রেলওয়ে পশ্চিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামানের নের্তৃত্বে এ অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানে বাঁধা দেওয়ায় পাংশা বারেক মোড় রেলগেটের বিসমিল্লাহ মার্কেটের ম্যানেজার নাসির উদ্দীন (৪৬) নামের এক ব্যক্তিকে ১৫ দিনে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে বারেক মোড়ের আভিজাত রেস্টুরেন্ট আয়াশসহ ছোট-বড় ৩৫-৪০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় আট ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে জরিমানা করা হয়।

পাংশায় রেলের জায়গায় অবৈধ ৩৫ স্থাপনা উচ্ছেদ

এ সময় পাংশা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদারসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রেলওয়ে পশ্চিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান বলেন, পাংশায় প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। আজ ৩৫-৪০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কাজে বাধা দেওয়ায় একজনকে ১৫ দিনের জেল ও আট প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম