নাটোর
আদালত থেকে ফেরার পথে বিএনপি নেতাকে গুলি
নাটোর আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের ফুলবাগান এলাকার সড়ক ও জনপথ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নাটোর আদালতে হাজিরা শেষে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে দেওয়ান শাহীন ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় কয়েকজন সন্ত্রাসী তার দুই পায়ে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। পরে স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, এ ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, হামলার বিষয়ে কিছুই জানি না। তবে দেওয়ান শাহীন একজন সন্ত্রাসী, চাঁদাবাজ। তিনি নাটোরের মানুষ না হয়েও নাটোরে থাকেন। অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেন নি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস