সিরাজগঞ্জ মেডিকেলের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে মনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, কয়েকটি অসাধু চক্র হাসপাতালের সামনে সওজের জায়গা দখল করে ৮-১০টি টিনের ঘর তুলে হাসপাতাল কেন্দ্রিক কিছু ব্যবসা শুরু করেছিলো। এতে মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া যায়। এজন্য যত্রতত্র গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী জাগো নিউজকে বলেন, হাসপাতালের সামনে অবৈধভাবে কয়েকটি দোকান গড়ে ওঠে। সেগুলো বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও সওজ ভেঙে দিয়েছে। এতে হাসপাতালের সামনের পরিবেশ সুন্দর হয়েছে।

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, সিরাজগঞ্জ শহর থেকে নলকা ওই সড়কের কাজ চলমান। এ অবস্থায় সওজের জায়গা দখল করে হাসপাতালের সামনে কয়েকটি দোকান গড়ে উঠেছিল। আজ সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।
এম এ মালেক/এনআইবি/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈশ্বরদীতে ২০ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা
- ২ বাংলাদেশের মানুষ আর হাওয়া ভবন দেখতে চায় না: ডা. তাহের
- ৩ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শেখ মুজিবুর রহমান
- ৪ মঞ্জুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের লিয়াকত
- ৫ কুড়িগ্রামের ৪ আসনে ৩৬ প্রার্থীর মনোনয়ন, আসন ভাগাভাগি নিয়ে ধোঁয়াশা