ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আড়তে জাটকা রাখায় ব্যবসায়ীর জরিমানা

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৫ মার্চ ২০২৪

রাজবাড়ীর পাংশা থেকে ৭৩ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে পাংশার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভোরে উপজেলার বড়বাজার ও মাছপাড়া ইউনিয়নের মাছপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর বড় বাজার থেকে ৫৬ কেজি ও মাছপাড়া বাজার থেকে ১৭ কেজি জাটকা জব্দ করা হয়। পরে জব্দ জাটকাগুলো স্থানীয় চারটি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়। জাটকা সংরক্ষণের দায়ে ভাই ভাই মৎস্য আড়তের মালিক মো. লুৎফর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা টিমের সদস্য ফজলুল হক, মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবলেুর রহমান/আরএইচ/এএসএম