ফেনীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, ৬ প্রতিষ্ঠানের জরিমানা
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন ও সংরক্ষণসহ নানা অভিযোগ ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রোববার (১৭ মার্চ) দুপুরে ফেনীর বড় বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়ার নেতৃত্বে অভিযানে এসব জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোববার ফেনী শহরের বড় বাজারে বিভিন্ন গলিতে সবজির দোকান, খেজুরের দোকান ও মিষ্টি জাতীয় দোকানে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে শরিফ মিষ্টি মেলাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় আমির হোসেনের সবজি দোকানে দুই হাজার টাকা, আজমির হোসেনের সবজি দোকানে দুই হাজার টাকা, জামান রোডে মিজান ব্রাদার্স মুদি দোকানে দুই হাজার টাকা, জে বি রোডে আইয়ুবের খেজুরের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় দুই হাজার টাকা ও নেছারুদ্দিনের দুই হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে কাউসার মিয়া জাগো নিউজকে জানান, অভিযানে বিভিন্ন মুদি দোকান ও সবজির দোকানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও সরকার নির্ধারিত মূল্য নিত্যপূর্ণ বিক্রি করতে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। তবে রমজানের শুরু থেকে সবজিসহ নিত্যপণ্যের মূল্য নিম্নমুখী রয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জেআইএম