ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অবৈধভাবে বালু তোলার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৭ মার্চ ২০২৪

ফেনী নদী থেকে বছরের পর বছর বালু তোলার ঘটনায় মোশারফ হোসেন (৫১) নামে এক জনপ্রতিনিধিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ঘোপাল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেম্বার।

রোববার (১৭ মার্চ) তাকে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু তোলায় ছাগলনাইয়া উপজেলার শুভপুর ও ঘোপাল ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি বিলীনসহ ব্যাপক ক্ষতি হয় বলে জানা গেছে।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর সিংহনগর এলাকায় অভিযান চালায়। এসময় নুরুল হুদা মাষ্টার বাড়ি থেকে মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জেআইএম