ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দেশের সব মেগা প্রকল্পের আদলে খাবার হোটেলের তোরণ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৮ মার্চ ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে পদ্মা সেতু, মেট্রোরেল, মডেল মসজিদ ও রূপপুর পারমাণু বিদ্যুৎকেন্দ্রের আদলে সাজানো হয়েছে একটি খাবার হোটেলের তোরণ। দেশের সব মেগা প্রকল্পের আদলে বর্ণিল সাজে সাজানো তোরণ দেখতে হলে যেতে হবে দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে। সেখানকার দিলশাদ মিষ্টান্ন ভান্ডার হোটেলে এমন তোরণ তৈরি করা হয়েছে।

হোটেলটি রোজাদারদের বিভিন্ন আইটেমের ইফতারি পরিবেশন করছে। ওই হোটেলে ইফতারি কিনতে আসা তানভির মঈন তোহা বলেন, ‘দেশে বাস্তবায়িত মেগা প্রকল্পের আদলে সাজানো হোটেলটি দেখতে চমৎকার লাগছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে ইফতারি পরিবেশন করা হচ্ছে।’

আহমেদ শাহ নামের আরেকজন বলেন, ‘উন্নয়নের প্রতিচ্ছবি নিয়ে হোটেল কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে এমন গেট কোথাও চোখে পড়েনি। বিষয়টি আমার কাছে অসাধারণ লেগেছে।’

দেশের সব মেগা প্রকল্পের আদলে খাবার হোটেলের তোরণ

কথা হয় দিলশাদ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী ও দিনাজপুর রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মাজেদুর রহমান দুলালের সঙ্গে। তিনি বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবারই নতুন ধারণা নিয়ে এমন তোরণ তৈরি করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। অন্যান্য বছরগুলোতে দিনাজপুরের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনকে সামনে রেখে তোরণ তৈরি করা হলেও এবার একটু ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের বড় বড় মেগা প্রকল্প যেমন-পদ্মা সেতু, মেট্রোরেল, মডেল মসজিদ ও রূপপুর পারমাণু বিদ্যুৎকেন্দ্রের আদলে তোরণটি তৈরি করা হয়েছে। এটি সবাইকে আকৃষ্ট করেছে।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস