ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে শতভাগ উৎসব বোনাসের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৮ মার্চ ২০২৪

ফেনীতে ঈদের আগেই শতভাগ উৎসব বোনাসের দাবিতে এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে শহরের শহীদ মিনারের পাশে মানববন্ধন আয়োজন করে জেলা কলেজ শিক্ষক সমিতি।

সমিতির সভাপতি বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক আবদুল হাইয়ুম জুয়েল, সিরাজ উদ্দিন, ইসমাইল হোসেন সোহেল প্রমুখ।

ফেনীতে শতভাগ উৎসব বোনাসের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, ঈদে আমাদের অপমানজনক ও লজ্জাজনক বোনাস দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস নিয়ে বড় বড় মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছেন। কতদিক দিয়ে কত টাকাই তো চলে যায়। অথচ পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা দিতে মাত্র ৫০০ কোটি টাকা লাগবে। সরকারের পক্ষে এটা দেওয়া কোনো বিষয়ই না।

আসন্ন ঈদুল ফিতরের আগেই সরকারি কোষাগার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবি জানান তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না করে তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/এএসএম