মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। রোববার (১৭ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার শ্রেণিখালী গ্রামের মুন্সিরহাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নেয়। এর মধ্যে তিনটি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান অগ্নিকাণ্ডে তাদের কমপক্ষে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন
জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নাসির খানের হার্ডওয়ারের দোকান, মিন্টু খানের সাইকেল গ্যারেজ ও কাজল খানের চায়ের দোকান সম্পূর্ণ ভষ্মীভূত হয়।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ জাগো নিউজকে জানান, বাজারটির শতাধিক দোকান রক্ষা করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে অনুসন্ধানে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের এ ঘটনা ঘটেনি। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
এনআইবি/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান