ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রায়পুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় ভাঙচুর

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার উদ্দিন সোহাগের নির্বাচনী সভায় ভাঙচুর চালানো হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৬টার দিকে ইউনিয়নের ভূঁইয়ার হাটের চরবগা গ্রামে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. ইউসুফ জালাল কিসমতের অনুসারীরা মোটরসাইকেল মহড়া ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা যোগে নির্বাচনী সভায় এ ভাঙচুর চালায়। এসময় সৌদি প্রবাসী আবদুর রহিমকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়া হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই এলাকায় মহড়া দেয়ায় বর্তমানে সেখানে আতঙ্ক বিরাজ করছে।

কাজল কায়েস/এআরএ/এবিএস