ঈশ্বরদীতে ৩ ইটভাটা মালিককে জরিমানা
পাবনার ঈশ্বরদীতে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগে তিন মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দুপুরে উপজেলার লক্ষ্মীকুন্ডা এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির।
আদালত সূত্র জানায়, ইটভাটার বৈধ অনুমোদন না থাকা, কাঠ পুড়ানো ও পরিবেশ দূষণের অভিযোগে পদ্মা ব্রিকসকে ৩০ হাজার, মেসার্স একতা ব্রিকসকে ৩০ হাজার ও সেভেন স্টার ব্রিকসকে ২০ হাজার জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক টিএম রাসসিন করিব জানান, তিনটি ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
শেখ মহসীন/আরএইচ/জিকেএস