ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ৬৬৫ টাকায় গরুর মাংস বিক্রি শুরু, ক্রেতাদের লম্বা লাইন

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৩:২২ পিএম, ২১ মার্চ ২০২৪

ফেনীতে সরকার নির্ধারিত দামে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে ফেনী পিটিআই স্কুল মাঠে মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

৮০০ গ্রাম মাংস ও ২০০ গ্রাম হাড়সহ প্রতিকেজি মাংস বিক্রি হচ্ছে ৬৬৫ টাকায়। একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি মাংস কিনতে পারবেন।

ফেনীতে ৬৬৫ টাকায় গরুর মাংস বিক্রি শুরু, ক্রেতাদের লম্বা লাইন

মেয়র স্বপন মিয়াজি জানান, মাংসের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর অর্থায়নে পিটিআই স্কুল মাঠে অস্থায়ী মাংসের দোকান বসানো হয়েছে। প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাংস বিক্রি চলবে। পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে। অসাধু বিক্রেতাদের সিন্ডিকেট ভাঙতে এ আয়োজন করা হয়েছে। ক্রেতাদের চাহিদার ওপর নির্ভর করে গরু জবাই হবে। মাংস বিক্রি সার্বিক তত্ত্বাবধান করবে ফেনী পৌরসভা।

মেয়র আরও জানান, প্রথম দিনেই সাতটি গরু জবাই করা হয়েছে। চাহিদা অনুযায়ী এ সংখ্যা বাড়বে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস