ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের বোমায় ৫ যুবলীগকর্মী আহত

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৫ এপ্রিল ২০১৬

চুয়াডাঙ্গার সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মাছের দাড়ি গ্রামে একই দলের প্রতিপক্ষের বোমা হামলায় ৫ জন যুবলীগকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোনার বাংলা ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, একই গ্রামের সাহেব আলীর ছেলে যুবলীগ কর্মী সাগর (২৮), জাহাঙ্গীর আলমের ছেলে তোতা (২২) ও রহমত আলীর ছেলে বিষুসহ (৩০) আরো দুই জন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার মাছের দাড়ি গ্রামের সোনার বাংলা ক্লাব চত্বরে সাগর, তোতা ও বিষুসহ ৫ জন বসে গল্প করছিলেন। এ সময় একই দলের প্রতিপক্ষ ফারুক চেয়ারম্যানের লোকজন তাদের লক্ষ্য করে পর পর দুটি বোমা ছুড়ে মারে। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছিয়ে বোমার আলামত উদ্ধার করেছে।

মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় কোন্দলের জের ধরে একই দলের প্রতিপক্ষ ফারুক চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। মামলার প্রস্তুতি চলছে। রাত থেকেই হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সালাউদ্দিন কাজল/এফএ/আরআইপি