ঠাকুরগাঁওয়ে পানিতে ডু্বে দুই ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচাত ভাই।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ৩টার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইচ উদ্দীন সাজু ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম ফিরোজ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো চণ্ডিপুর গ্রামের রাজ্জাকের ছেলে রাজু (১২)। সে চণ্ডিপুর হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
অন্যজন একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে শিশুর নাম কাউসার (৭)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে কাউসার ও তার ভাই নাঈম বাড়ির পাশে পুকুরপাড়ে বরই পাড়তে যায়। একপর্যায়ে পাশের পুকুরে পড়ে যায় কাউসার। পরে নাঈম তার চাচাত ভাই কাউসারকে ডেকে আনে। কাউসার রাজুকে উদ্ধার করতে গিয়ে নিজেও ডুবে যায়। এক পর্যায়ে পরিবারের লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি পর তাদের দুজনকে অচেতন অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎস কর্মকর্তা রকিবুল আলম বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়।
নিহতদের প্রতিবেশী মোস্তাফা জানান, দুই ছেলেকে হারিয়ে পরিবারের খুব শোকাহত। দুই শিশুর স্বজনদের আহাজারি দেখে আমরাও খুব কষ্ট পাচ্ছি।
তানভীর হাসান তানু/এনআইবি/জেআইএম