ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২২ বছর পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ২৮ মার্চ ২০২৪

দিনাজপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তসলিম উদ্দিনকে (৫২) গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৭ মার্চ) তাকে নারায়ণগঞ্জের গাউসিয়া মার্কেট সংলগ্ন ফলপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে খানসামা থানায় হস্তান্তর করা হয়।

তসলিম উদ্দিন খানসামা উপজেলার ৬ নম্বর গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়ার আমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, তসলিম উদ্দিন ২০০০ সালে দিনাজপুরের খানসামা থানার খামারপাড়া ইউনিয়নে ‘প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ নামক একটি এনজিওতে সুপারভাইজার হিসেবে চাকরি করতেন। ওই ইউনিয়নের সাত বিদ্যালয়ের ১৪ জন শিক্ষকের সুপারভাইজার ছিলেন। তার অধীনে ভিকটিম বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল এনজিও থেকে নিয়োগকৃত শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

চাকরি সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘনিষ্ঠতা ও যোগাযোগ বৃদ্ধির সুযোগে তসলিম ভিকটিমকে নানাভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে প্রলুব্ধ করে একাধিকবার দৈহিক সম্পর্ক করেন। এতে ভিকটিম গর্ভবতী হয়ে পড়েন।

বিষয়টি তসলিমকে জানালে তিনি বিষয়টি অস্বীকার করে ও ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। ভিকটিম তাতে সম্মতি না দিয়ে তসলিমকে বিয়ের জন্য চাপ দেয়। পরে তসলিম নিজেকে বিবাহিত বলে তাকে বিয়ে করা অসম্ভব বলে জানিয়ে দেয়।

কোনো উপায় না পেয়ে ভিকটিম তসলিমের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণসহ ভ্রূণ নষ্ট করার অপরাধে মামলা করেন।

বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৩ সালে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তসলিম ২২ বছর পলাতক ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/জেআইএম