ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ১০:৩০ পিএম, ২৮ মার্চ ২০২৪

চাঁদপুরের হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে নুরুন নাহার (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পাঁচ নম্বর সদর ইউনিয়নের কৈয়ারপুল গ্রামের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নুরুন নাহার ওই বাড়ির মৃত আবুল বাসারের স্ত্রী। ওই নারীর ভাতিজি পারভিন আক্তার বলেন, দুপুরে চাচির চিৎকারে বাড়ির সবাই দৌড়ে তার ঘরে যাই। নিজের ঘরে রাখা বস্তায় হাত দিতেই হাতের আঙুলে কামড় মারে বিষধর সাপ।

তিনি বলেন, তার হাত বেঁধে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শরীফুল ইসলাম/এমআরএম