ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৈসাবি ও ঈদ

ইউপিডিএফের পানছড়ি বাজার বয়কট ২০ দিনের জন্য স্থগিত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৯:২২ এএম, ৩০ মার্চ ২০২৪

পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি ও মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরকে সামনে রেখে চলমান পানছড়ি বাজার বয়কট ২০ দিনের জন্য স্থগিত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ।

আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলমান বয়কট স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। শুক্রবার (২৯ মার্চ) গণমাধ্যমে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউপিডিএফের পানছড়ি ইউনিটের প্রধান সংগঠক অপু ত্রিপুরা।

পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি ও মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসবের কথা বিবেচনা করে এবং বাজার কমিটির আবেদনের প্রেক্ষিতে চলমান বাজার বয়কট কর্মসূচি স্থগিত করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে বাজার বয়কট কর্মসূচি স্থগিত করার খবরে দীর্ঘদিন ধরে অলস সময় কাটানো পানছড়ি বাজার ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। পানছড়ির ব্যবসায়ীদের দাবি, বিভিন্ন এনজিও সংস্থা ও ব্যাংক থেকে লোন নিয়ে তারা বিপাকে ছিলেন। এখন হয়ত সেই সংকট কাটবে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পানছড়ির অনিলপাড়ায় প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চার ইউপিডিএফ নেতাকে হত্যার প্রতিবাদে গত ১২ ডিসেম্বর থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ পানছড়ি বাজার বয়কটের ডাক দেয়।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস