প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো অটোরিকশাচালকের
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আলম মনা (৩৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শনিবার (৩০ মার্চ) ইফতারের আগ মুহূর্তে উপজেলার ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনা পৌর শহরের পিয়ারাখালী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে রিকশাচালক মনা ইফতারের জন্য গোকুলনগর থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিথ কোম্পানির একটি প্রাইভেটকারের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় মনাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ দুর্ঘটনায় একজন মারা গেছেন। তবে আর কেউ গুরুতর আহত হননি।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) দোলা পারভীন জাগো নিউজকে জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটিকে জব্দ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, আহত রিকশাচালককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেখ মহসীন/এসআর/জেআইএম