ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১২ জেলে আটক

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩১ মার্চ ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ১২ জেলেকে আটক করেছে নৌ থানা পুলিশ। এর মধ্যে ১০ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

আটকরা হলেন, মতলব উত্তর উপজেলার টিটু তফাদার (৩৫), মো. জসিম উদ্দিন (৩০), মো. ইয়াছিন (২০), নুর আলম (৩৮), রেজাউল মোল্লা (২২), আজিম বকাউল (২৬), মামুন ভুঁইয়া (২২), আবুল হোসেন বকাউল (৬০), মো. আরিফ (৩০), মো. মাইনুদ্দিন (১৯), রমজান আলী (১৪) ও মো. হাসিব (১৩)।

ওসি কামরুজ্জামান বলেন, ভোরে অভিযান চালিয়ে সদর উপজেলার লালপুর এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। একই সময় জেলেদের হেফাজতে থাকা দুই হাজার বর্গমিটার মশারি জাল ও একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

শরীফুল ইসলাম/আরএইচ/জিকেএস