অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে জরিমানা
দিনাজপুরের বিরামপুরে অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে দুই কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫ টায় পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার শৌলাহার ও পৌরশহর এলাকায় অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সৌখিন সেমাই কারখানা এবং দিওড় ইউনিয়নের শৌলাহারে রুবেল সেমাই কারখানায় অভিযোগের সত্যতা পাওয়ায় দুই প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মুরাদ হোসেন জাগো নিউজকে জানান, ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশের মত বিরামপুর কয়েকটি কারখানায় সেমাই তৈরি হচ্ছে। এসব কারখানার মধ্যে অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মো. মাহাবুর রহমান/এনআইবি/জিকেএস