ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রী ধর্ষণ : যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:০৪ এএম, ১৭ এপ্রিল ২০১৬

লক্ষ্মীপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সদর উপজেলার দাসেরহাটের একটি বাসায় কৌশলে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় রোববার সকালে ছাত্রীর ভাই বাদী হয়ে স্থানীয় যুবলীগ কর্মী জামাল উদ্দিনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন।

স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী জামাল উদ্দিন চরশাহী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আবদুল হাসিমের ছেলে। তিনি সন্ত্রাসী মোর্শেদ বাহিনীর সদস্য বলেও জানা গেছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দাসের হাটের একটি বাসায় শনিবার রাত ৮টার দিকে ওই ছাত্রী বই আনতে যায়। এ সময় ওই ছাত্রীকে কৌশলে জামাল তার ভাড়া বাসায় ডেকে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার সময় ওই বাসায় কেউ ছিল না। এক পর্যায়ে ছাত্রীকে ফেলে রেখে সে পালিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে দাসেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে সে ওই হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) চিকিৎসাধীন। ঘটনার পর থেকে যুবলীগ কর্মী জামাল উদ্দিন পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানায়, ধর্ষণের শিকার ছাত্রীকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তার চিকিৎসা চলছে। শারিরীক পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দেয়া হবে।

এ ব্যাপারে দাসেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গনেশ চন্দ্র শীল জানায়, ধর্ষণের শিকার ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ালেখা করে। এ ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করতে অভিযান চলছে।

কাজল কায়েস/এসএস/এবিএস