ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সীমান্তে হত্যার দুইদিন পর মরদেহ ফেরত দিলো বিএসএফ

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ১১:৫৭ এএম, ০৫ এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার রোকনপুর সীমান্তে গুলিতে নিহত সাইফুল ইসলামের (৩০) মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার( ৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেয় বিএসএফ।

গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, গুলি করে হত্যার দুইদিন পর বৃহস্পতিবার দিবাগত রাতে সাইফুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। পরে রাত ১২টার দিকে দাফন করা হয়।

১৬ বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আজাদ রহমান জানান, সাইফুলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছি।

তিনি আরও বলেন, সীমান্ত পিলার ২১৯/৬০ আর থেকে ৫ গজ ভারতের অভ্যন্তরে চিরার ডারা এলাকায় নিহতের পরিবারের স্বজনদের হাতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এসময় দুই দেশের পুলিশ উপস্থিত ছিলেন।

এরআগে, মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ২১৯ এর কাছে ভারতের অভ্যন্তরে গরু আনতে গিয়ে গুলিতে নিহত হন সাইফুল।

সোহান মাহমুদ/এএইচ/জিকেএস