ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যবসায়ীর গুদাম থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৫ এপ্রিল ২০২৪

ঠাকুরগাঁওয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে বিতরণের ভিজিএফের চাল এক ব্যবসায়ীর গুদাম থেকে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেসার্স মেহেদী হাসকিং মিলের গুদামঘর থেকে খাদ্য অধিদপ্তরের নাম সংযুক্ত ১৩ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন।

ব্যবসায়ীর গুদাম থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে এক হাজার ৫৬৫ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে তথ্য ছিল বিতরণ শেষ হলেও ভিজিএফের চাল মজুত রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে। পরে সেখানে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। সত্যতা পেয়ে খবর দেওয়া হয় প্রশাসনের কর্মকর্তাদের। পরে ওই ইউনিয়নের ভেলারহাট বাজারে ছুটে যান এসিল্যান্ড ও ইউএনও। এসময় ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল জব্দ করেন তারা। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

এসময় চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন বলেন, কার্ডধারীরা তার কাছে এসব চাল বিক্রি করেছেন। সেগেুলোই গুদামে রাখা হয়েছে। এখানে তার কোনো দোষ নেই বলে জানান তিনি।

ব্যবসায়ীর গুদাম থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ

এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশা বলেন, তিনজন কার্ডধারীকে একটি বস্তা দেওয়া হয়। যেহেতু ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী, স্বাভাবিকভাবেই তারা এগুলো বিক্রি করতে পারেন। চালগুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এসব চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে কিনেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তানভীর হাসান তানু/এসআর/এএসএম