ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাউন্ডারি টপকানোর চেষ্টা

রডের সুচালো অংশ হাতে ঢুকে এক ঘণ্টা ঝুলে ছিল শিশুর শরীর

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৭ এপ্রিল ২০২৪

ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের লোহার বাউন্ডারি টপকে পার হতে গিয়ে রেদোয়ান (১০) নামের এক শিশুর হাতে ঢুকে পরে রডের সুচালো অংশ। এ অবস্থায় পুরো শরীর রডের সঙ্গে প্রায় এক ঘণ্টা ঝুলে থাকে। পরে রড কেটে তাকে উদ্ধার করা হয়।

শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। শিশু রেদোয়ান উপজেলার ১ নম্বর মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও পৌরসভায় কর্মরত আলাল উদ্দিনের ছেলে ।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্টেডিয়ামের চারপাশের ছেলেরা একটিমাত্র গেট দিয়ে স্টেডিয়ামের ভেতর প্রবেশ করে খেলাধুলা করে। ওই গেট হয়ে ঢুকতে অনেক দূর ঘুরে আসতে হয়। যে কারণেই ছেলেরা খেলাধুলা শেষে লোহার বাউন্ডারি টপকে পার হয়। শিশু রেদোয়ান ওই বাউন্ডারি টপকে পার হতে গিয়ে একটি রড তার হাতে ঢুকে যায়। এ অবস্থায় প্রায় একঘণ্টা সে ঝুলে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে রড কেটে তাকে উদ্ধার করেন।

খেলোয়াড়দের অভিযোগ, স্টেডিয়াম নির্মাণ করার পর থেকে দক্ষিণ পাশে একটি পকেট গেট করার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু সেটি এখনো বাস্তবায়ন করা হয়নি। যে কারণে বারবার দুর্ঘটনা ঘটছে। এ পর্যন্ত তিনটি ছেলে দুর্ঘটনা শিকার হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার মো. আবু জাফর জানান, গ্রিলের সুচালো অংশ ছেলেটির হাতে মধ্যে ঢুকে যায়। এভাবে সে দীর্ঘক্ষণ ঝুলে ছিল। খবর পেয়ে পাশের দুই রড কেটে ছেলেটিকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস