খাগড়াছড়ি সড়কে প্রাণ গেলো দুই মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি
খাগড়াছড়ির গুইমারায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বটতলি ও বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলেন, আলী হোসেন (১৭) ও মেহেদী হাসান পায়েল (২০)। তারা দুজন মোটরসাইকেল আরোহী। আলী হোসেন গুইমারা বাজারের মুরগি ব্যবসায়ী হারুনুর রশীদের ছেলে ও বড়পিলাক এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মেহেদী হাসান পায়েল।
পুলিশ জানায়, ঈদের দিন বিকেলে উপজেলার বটতলি এলাকায় মোটরসাইকেল ও শান্তি পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (১৭) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বর্ডার গার্ড হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
অপর দিকে সকালের উপজেলার বড়পিলাক এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনায় আহত মেহেদী হাসান পায়েল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
মুজিবুর রহমান ভুঁইয়া/আরএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান