নীলফামারীতে জামায়াতের ৩ নেতা আটক
জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি আল ফারুক আব্দুল লতিফসহ তিন নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালে দলটির সৈয়দপুর উপজেলা শাখা আমিরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক অন্যরা হলেন সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন শাখার আমির খয়রাত হোসেন বসুনিয়া ও কামারপুকুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম।
জামায়াত নেতাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত। তিনি জাগো নিউজকে বলেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।
পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিমের বাড়িতে জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে তিনজনকে আটক করা হয়।
এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, প্রাণ গেলো ঘুমন্ত শিশুর
- ২ চাঁপাইনবাবগঞ্জে সড়কে ২ তরুণের মৃত্যু: দুই পুলিশ সদস্য প্রত্যাহার
- ৩ মুজিবনগরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মিঠু আটক
- ৪ আড়াই বছরের প্রকল্প ৪ বছরেও অর্ধেক, অনিশ্চয়তায় বাদাঘাট সড়ক
- ৫ কুড়িগ্রামে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা, দেখা নেই সূর্যের