ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাঁঠালিয়ায় শিবির কর্মীসহ ৩ জন কারাগারে

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:০৫ এএম, ১৮ এপ্রিল ২০১৬

ঝালকাঠির কাঁঠালিয়ায় অভিযান চালিয়ে এক শিবির কর্মীসহ তিন জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ৬টি বই, সদস্য ভর্তি ফরম ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সিটকি গ্রামের ওহাব হাওলাদারের ছেলে ও উপজেলা ছাত্র শিবিরের সক্রিয় কর্মী সিরাজুল ইসলাম (১৫), আমুয়া এলাকার ইব্রাহীম (২০) ও ছোনাউটার গ্রামের আ. সালাম হাওলাদার (৪৫) নাম। তারা দুজনই ওয়ারেন্টভূক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, রোববার রাতে উপজেলার পূর্ব সিটকি গ্রামের আ. জলিলের বাড়ির মসজিদে সিরাজুলসহ চার শিবিরকর্মী বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ তথ্য পেয়ে ওই স্থানে অভিযান চালায়। এসময় সিরাজুলকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ইব্রাহীম ও সালাম হাওলাদারকে আটক করা হয়।

আতিকুর রহমান/এফএ/এবিএস