ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুর

বুড়া চিন্তামন মেলায় এসেছে ৩ শতাধিক ঘোড়া

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৬ এপ্রিল ২০২৪

দিনাজপুরের ফুলবাড়ীতে বসেছে ঘোড়ার মেলা। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নে এ মেলা শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক ঘোড়া বিক্রির জন্য মেলায় এসেছে।

স্থানীয় ও মেলার আয়োজক সূত্র জানায়, বৈশাখ মাসের ৯ বা ১০ তারিখ থেকে ঘোড়ার মেলা বসে। ১৩ বৈশাখ ঘোড়াসহ গবাদিপশু বেচাকেনার জন্য মেলার ছাপা (রশিদ) বের হয়। মেলাটি ১৫ দিন স্থায়ী হয়। তবে এখন আগের মত গরু, মহিষ ও ছাগল বেচাকেনা না হলেও ঘোড়াই মূলত বেচাকেনা হয়ে থাকে এ মেলায়। এ কারণে এটি বুড়া চিন্তামন ঘোড়ার মেলা নামে দেশব্যাপী পরিচিত।

বুড়া চিন্তামন মেলায় এসেছে ৩ শতাধিক ঘোড়া

প্রবীণ শিক্ষক দছিম উদ্দিন মণ্ডল বলেন, ঘোড়ার মেলাটি দেশব্যাপী ব্যাপক পরিচিত। ঘোড়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ মেলা শুরু ও শেষ তারিখ জানেন। এ কারণে প্রতিবছর মেলা শুরুর আগ থেকে ঘোড়া বেচাকেনা করতে আসেন সংশ্লিষ্টরা। মেলাকে কেন্দ্র করে হরেক রকম দোকানপাট বসে মেলায়। বিনোদনের জন্য সার্কাস, দোলনাসহ নাগরদোলা আসে মেলায়।

১৩ ঘোড়া নিয়ে বুড়া চিন্তামন ঘোড়া মেলাতে মেলায় এসেছেন নওগাঁর সাপাহার এলাকা থেকে ঘোড়া নিয়ে এ মেলায় এসেছেন ঘোড়া ব্যবসায়ী মোকলেছুর রহমান, মোস্তকিম, আবুল কালাম, নুর হোসেন, নুরুল ইসলাম। সারাবছর দেশের বিভিন্নস্থানে অনুষ্ঠিত ঘোড়ার মেলাতে ঘোড়া বেচা কেনা করেন তারা। এরা ঘোড়া বিক্রি এবং ঘোড়া প্রতিযোগিতা করে জীবন জীবিকা নির্বাহ করেন।

বুড়া চিন্তামন মেলায় এসেছে ৩ শতাধিক ঘোড়া

বিরামপুর উপজেলার ভগবতিপুর থেকে আসা ঘোড়া ব্যবসায়ী সোনামিয়া বলেন, ২০ বছর ধরে এ ঘোড়ার মেলায় ঘোড়া বেচাকেনা করে আসছি। এবারও চাটি ঘোড়া বিক্রি করতে মেলায় এসেছি। ঘোড়ার মধ্যে একটি রয়েছে সাদা রঙের ঘোড়া। সেটির নাম রাখা হয়েছে বিজলী। এ বিজলির দাম হাঁকানো হয়েছে ৬০ হাজার টাকা। কিন্তু ক্রেতারা ৪০-৪৫ হাজার টাকা দরদাম করছেন। ৫০ টাকার টাকার ওপরে হলে ঘোড়াটি বিক্রি করে দেবেন বলে জানান তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বাবলু বলেন, প্রশাসনের পাশাপাশি মেলা কমিটিও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছে। অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী মেলা উত্তরবঙ্গের কোথাও নেই।

বুড়া চিন্তামন মেলায় এসেছে ৩ শতাধিক ঘোড়া

মেলা কমিটির সভাপতি সৈয়দ আবুল হাসান আজাদ বলেন, স্বাধীনতার পরও নেপাল, ভুটান, ভারত, পাকিস্তানসহ মধ্যপ্রাচ্য থেকে মেলায় ঘোড়া এসেছে। এখন বিদেশ থেকে ঘোড়া না আসলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলায় ঘোড়া আনেন মালিকরা। এবারও মেলায় তিন শতাধিক ঘোড়া উঠেছে।

সকাল সাড়ে ১০টায় মেলা কমিটির সভাপতি শিক্ষক সৈয়দ আবুল হাসান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু ও প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র উপস্থিত ছিলেন।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম