কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুমিল্লার দেবিদ্বারে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দেবিদ্বার পৌর এলাকার বিজলীপাঞ্জার ও বড়আলমপুর গ্রামে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পৌর এলাকার বিজলীপাঞ্জার গ্রামে রাইসা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রংমিস্ত্রি অলি উল্লাহর একমাত্র মেয়ে। স্থানীয় বিজলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল রাইসা।
মৃত রাইসার চাচা ফারুক মিয়া জানান, রাইসা অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। পরে অন্যরা সবাই বাড়ি ফিরলেও সে ফেরেনি। প্রতিবেশী রফিকুল ইসলাম ভূইয়া পুকুরের পাশ দিয়ে যাওয়ার পথে শিশুটিকে পুকুরে ভাসতে দেখেন। পরে লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পৌর এলাকার বড়আলমপুর গ্রামে শিশু সালমাকে (১৮ মাস) রেখে পুকুরে গোসল করতে যান তার মা। সেসময় শিশু সালমা অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। মা ফিরে এসে দেখেন সে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত সালমা বড়আলমপুর গ্রামের সোহরাব হোসেন সোহাগের মেয়ে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া বলেন, শুনেছি দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। খবর নিতে ফোর্স পাঠিয়েছি।
জাহিদ পাটোয়ারী/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান