ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানে কেএনএফের আরও দুই সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ৩০ এপ্রিল ২০২৪

পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টায় বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক নুরুল হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন বান্দরবান সদরের সুয়ালক ইউনিয়নের ফারুকপাড়া এলাকার লাংখাম বমের ছেলে মিকাএল বম (৪৩) ও লাইমিপাড়া এলাকার পাকদির সাইলুক বমের ছেলে লাল লুং সাং বম (৪২)।

আদালতের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পিয়েল পালিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা ও অস্ত্র লুটের ঘটনায় করা মামলায় কেএনএফ সদস্য সন্দেহে গ্রেফতার দুজনকে আদালতে হাজির হয়। পরে বিচারকের আদেশের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানো হয়।

রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কেএনএফ সদস্য সন্দেহে এ পর্যন্ত গ্রেফতার ৮০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, ব্যাংক ডাকাতির ঘটনার প্রায় এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত রুমা, থানচি ও রোয়াংছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখনো সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান চলছে। এ তিন উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম