ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কেএনএফের আরও এক নারী সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০২:৪০ পিএম, ০১ মে ২০২৪

কেএনএফের সদস্য সন্দেহে গ্রেফতার আরও এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ মে) দুপুর ১টায় বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি জেসি জিংরিনহপার বম (২০) রুমা পাইন্দু ইউপির বাসাত্লাং পাড়া এলাকার জুয়েল বমের মেয়ে।

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেফতার এক নারীকে বুধবার আদালতে হাজির করা হয়। পরে বিচারকের আদেশের প্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা,টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে এ পর্যন্ত ২৪ নারীসহ ৮১ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৬১ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

নয়ন চক্রবর্তী/এনআইবি/এএসএম