কুমিল্লায় স্বস্তির বৃষ্টিতে জনজীবনে স্বস্তি
তীব্র তাপপ্রবাহের পর অবশেষে কুমিল্লায় স্বস্তির বৃষ্টি দেখা দিয়েছে। পাশাপাশি হালকা দমকা হাওয়া ও বজ্রপাত হয়েছে। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (২ মে) বিকেলে সোয়া ৪টার দিকে ১০ মিনিটের মতো কুমিল্লা নগরীসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টিপাত হয়। পুনরায় সোয়া ৭টার নগরীতে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।
কুমিল্লা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাঈল ভূইয়া জাগো নিউজকে বলেন, কুমিল্লার সদর দক্ষিণ, আদর্শ সদর, দেবিদ্বার, বুড়িচং, বরুড়া, চান্দিনাসহ কয়েকটি উপজেলায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। পাশাপাশি হালকা দমকা হাওয়া ও বজ্রপাত হয়েছে। তবে বৃষ্টির মাত্রা উল্লেখযোগ্য ছিল না। কুমিল্লায় আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। কুমিল্লার নদী এলাকাগুলোকে ২ নম্বর সতর্ক বার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে।
সাইফুল ইসলাম এক ব্যবসায়ী বলেন, গত কয়েকদিনের গরমে নগরীতে ব্যবসা করা মুসকিল হয়ে পড়েছে। আজ সন্ধ্যার বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।
সমসের হোসেন নামে এক রিকশা চালক বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কুমিল্লার জমিন শীতল হয়েছে। গাড়ি চালাতে স্বস্তি পাচ্ছি। এতে তাপমাত্রাও কিছুটা কমেছে। আল্লাহ রহমতের বৃষ্টি দান করেছেন।
জাহিদ পাটোয়ারী/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান