কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটক ও তৃষ্ণার্তদের মধ্যে তিন হাজার বোতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে কুয়াকাটা পেীর ও মহিপুর থানা ছাত্রলীগ।
শুক্রবার (৩ মে) সকালে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন কুয়াকাটা পৌর শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সৈকতে নামার আগেই পর্যটকদের হাতে এক প্যাকেট করে খাবার স্যালাইন ও ৫০০ মিলিলিটারের একটি করে পানির বোতল তুলে দেন তারা।

এর আগে বৃহস্পতিবার (২ মে) বিকেলে মহিপুর থানা শাখা ছাত্রলীগ মহিপুর বাজারে আগত দিনমজুর, কৃষক, চালকসহ পথচারীদের মধ্যে এসব পানীয় বিতরণ করে।
কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বায়েজিদ আল আরিফ বলেন, তীব্র তাপপ্রবাহে পথিকদের একটু প্রশান্তি দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

ছাত্রলীগ নেতা রাইসুল ইসলাম শিবলু বলেন, এই ক্লান্তিলগ্নে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। যতদিন তাপপ্রবাহ না কমবে ততদিন আমরা এ কর্মসূচি চালিয়ে যাবো।
আসাদুজ্জামান মিরাজ/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন: ফয়জুল করিম
- ২ রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের পর এবার ইউএনওকে বদলি
- ৪ ধামরাইয়ে বেড়াতে যাওয়া নারীকে ‘ধর্ষণকাণ্ড’, যা জানা গেলো
- ৫ ধানের শীষকে হারিয়ে তারেক রহমানকে বিজয় উপহার দিতে চান শেখ মজিবুর