রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের্র চেইন্দা খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফয়েজ উল্লাহর ছেলে আব্দুর শুক্কুর আকাশ (১১) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (৯)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার জাফর আলম বলেন, পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে তিন শিশু ডুবে যায়। ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকার শুনে ছুটে এসে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, সকালে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা বলেন, ঘটনাটি মর্মান্তিক। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।
সায়ীদ আলমগীর/এসআর/এমএস