ফিলিস্তিনের সমর্থনে উড়লো ১২ ফুট লম্বা ঘুড়ি
কুড়িগ্রামে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা জানিয়ে তাদের পতাকার আদলে ১২ ফুট দৈর্ঘ্যের ঘুড়ি উড়িয়েছেন একদল যুবক।
সোমবার (৬ মে) বিকেলে কুড়িগ্রাম ধরলা সেতুপাড় এলাকায় জেগে ওঠা চরে ঘুড়িটি উড়িয়েছেন আয়োজকরা। এসময় বাংলাদেশের জাতীয় পতাকার নিচে ফিলিস্তিনি পতাকার আদলে তৈরি ঘুড়ি ওড়ানোর এমন আয়োজন দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
স্থানীয় যুবকরা জানান, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র্র গঠনের দাবিতে কুড়িগ্রামে এ ঘুড়ি উড়িয়েছেন তারা।

তারা আরও বলেন, আমরা সংঘাত চাই না। কিন্তু বিশ্ব শান্তির আড়ালে মোড়ল রাষ্ট্রের দ্বিমুখী আচরণ দখলদার ইসরাইলকে আরও মারমুখী করে তুলেছে। তারা সেখানে নির্বিচারে শিশু-বৃদ্ধ, নর-নারীকে নির্বিচারে হত্যা করছে। আমরা ফিলিস্তিনের মানুষের বিজয়ের জন্য ও ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে এ ঘুড়ি ওড়ালাম।
ঘুড়ির তৈরি কাজে অংশ নেওয়া যুবক রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে বাঁশ, কাঠ ও পেপার দিয়ে টানা এক সপ্তাহ ধরে আমরা ঘুড়িটি বানিয়েছি। ফিলিস্তিনকে জোর সমর্থন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।
ফজলুল করিম ফারাজী/এনআইবি/এমএস