ধানক্ষেতে পাওয়া গেলো মানুষের কঙ্কাল
টাঙ্গাইল পৌরসভার একটি ধানক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সোমবার (৬ মে) বিকেলে শহরের সন্তোষ এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, শহরের সন্তোষ এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা মানুষের কঙ্কালটি দেখে খবর দিলে সেটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজে কঙ্কালটি ডিএনএ টেস্ট করার জন্য পাঠানো হবে। এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। বা নিখোঁজ কোনো ব্যক্তির তথ্য পাইনি। তবে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন হয়ে গেছে এই মরদেহের।
আরিফ উর রহমান টগর/এফএ/জিকেএস