ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে বখাটেকে ২ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৪৭ এএম, ২০ এপ্রিল ২০১৬

নড়াইলে ইভটিজিং এর দায়ে মো. ইব্রাহিম (২৩ ) নামে এক বখাটেকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম নড়াইল পৌর এলাকার মাছিমদিয়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, নড়াইল শিবসংকর বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসার পথে রাস্তায় প্রকাশ্যে জড়িয়ে ধরে ইব্রাহিম। এসময় এলাকার লোকজন এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ইব্রাহিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত সেখানে হাজির হয়ে তাকে ২ বছরের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এফএ/এমএস