ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় চলছে অর্ধদিবস হরতাল

প্রকাশিত: ০৩:১৮ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

বগুড়ায় বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল চলছে। শনিবার সকালে শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। এ দিকে হরতালের সমর্থনে সকাল ৮টার দিকে শহরতলী সাবগ্রাম এলাকায় মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতা-কর্মীরা।
 
অন্যদিকে হরতালের কারণে শহরের অধিকাংশ দোকান-পাট বন্ধ রয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহর এবং উপজেলা শহরের সড়কগুলোতে বাস-ট্রাক চলাচল করছে না। এসব সড়কগুলোতে রিকশা-ভ্যান চলাচল করছে। শহর থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে করে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
 
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, হরতালের সমর্থনে শহরের কোথাও পিকেটিং করার খবর পাওয়া যায়নি।