ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দুজনকে পিষে দোকানে উঠে গেলো লরি

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১০:৫৬ এএম, ১১ মে ২০২৪

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার কাউগাঁও মোড়ে ট্যাংকলরির চাপায় দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নৈশ্যপ্রহরী ও অপরজন ফলের দোকানের কর্মচারী।

শনিবার (১১ মে) ভোরে সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাউগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্যাংকলরির চালক ও হেল্পারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

নিহতরা হলেন- বাজারের নৈশ্যপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬৫) ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা (৩০)।

ঘটনাস্থলে থাকা এসআই দুলু জানান, ভোর সোয়া ৫টায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংকলরি কাউগাঁও মোড়ে ফুটপাতের কয়েকটি দোকান মাড়িয়ে আব্দুস সোবহানের মুদিখানা ও বয়লার মুরগির দোকানে উঠে যায়। এরআগে ট্রাকটি বাজারের নৈশপ্রহরী আজাহার আলী ও চা পান করতে আসা ফলের দোকানের কর্মচারি রানাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নৈশপ্রহরী আজাহার আলী মারা যান।

দু’জনকে পিষে দোকানে উঠে গেলো লরি

আহত অবস্থায় রানাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় জনগণ ট্যাংকলরির চালক ও হেল্পারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। পরে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

৫নং শশরা ইউনিয়নের চেয়ারম্যান মকছেদ আলী রানা ও দোকানদার আব্দুস সোবাহান জানান, প্রায় ১০০ গজ দূর থেকে ট্যাংকলরিটি একাধিক দোকান মাড়িয়ে পরে মুদিখানার ও বয়লার মুরগির দোকানে উঠিয়ে দেয়। তারা ঘুমিয়ে ছিল। এ সময় চালক টের পেলেও হেল্পারকে ডেকে ওঠানো হয়।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, এই ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও হেলপার একই এলাকার সোহাগকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালকের ঘুম ঘুম ভাব থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

এমদাদুল হক মিলন/এফএ/এমএস