বান্ধবীদের সঙ্গে পুকুরে গোসলে নেমে মাদরাসাছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে পুষ্প আক্তার (১৩) নামের এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) দুপুরে উপজেলার জগতপুরে এ ঘটনা ঘটে।
নিহত পুষ্প আক্তার উপজেলার হরিপুর গ্রামের শিপন মিয়ার মেয়ে। সে বুড়িচং রহিমা খাতুন বালিকা মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পুষ্প আক্তার তার দুই বান্ধবীসহ গোসল করতে পুকুরে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যাচ্ছিল। এ সময় তার সঙ্গে থাকা দুজন পনি থেকে উপরে উঠে আসলেও পুষ্প পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা চেষ্টা করেও তাকে খুঁজে না পেয়ে ডুবুরি খবর দেওয়া হয়। পরে চাঁদপুর থেকে ডুবুরি এসে রাত পৌনে ১০টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) আবুল হাসানাত খন্দকার বলেন, জগতপুরে পুকুরের পানিতে ডুবে এক ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।
জাহিদ পাটোয়ারী/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান