ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যমজ ২ বোনের জিপিএ-৫, একজন চিকিৎসক অন্যজনের প্রকৌশলী হওয়ার স্বপ্ন

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৩ মে ২০২৪

টাঙ্গাইলের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে যমজ দুই বোন। তারা দুজনই বিজ্ঞান বিভাগের ছাত্রী। তাদের একজন সেনাবাহিনীর চিকিৎসক ও অন্যজন প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছে।

জিপিএ-৫ প্রাপ্তরা হলো অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্ণা। অর্পার প্রাপ্ত নম্বর ১১২৩। অর্ণা পেয়েছে ১১১৪ নম্বর। তারা পৌর শহরের আদালত রোডের ওয়ালটন প্লাজার সিনিয়র এস্টিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা ও গৃহিনী সুম্মিতা ঘোষ দম্পতির যমজ মেয়ে।

অর্পিতা সাহা অর্পা জানায়, ভবিষ্যতে সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন চিকিৎসক হতে চায়। দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকতে চায়।

যমজ ২ বোনের জিপিএ-৫, একজন চিকিৎসক অন্যজনের প্রকৌশলী হওয়ার স্বপ্ন

অর্মিতা সাহা অর্ণা বলে, আমি এইচএসসিতেও ভালো ফলাফল করতে চাই। আমার স্বপ্ন সেনাবাহিনীর একজন প্রকৌশলী হওয়া।

যমজ দুই মেয়ের বাবা অনুপ কুমার সাহা বলেন, আমি চাই আমার মেয়েরা যেন মানুষের মতো মানুষ হয়। তাদের স্বপ্ন ও আশা পূরণে আমি সর্বাত্মক সহযোগিতা করবো।

আরিফ-উর রহমান টগর/এসআর/এএসএম