ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে নৌকা পুড়িয়ে দেয়ার অভিযোগ

প্রকাশিত: ০২:০২ পিএম, ২০ এপ্রিল ২০১৬

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীক আগুন দিয়ে পুড়ে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) মো. এনামুল হক মুন্সীর লোকজন নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার গভীররাত হতে বুধবার ভোর পর্যন্ত কোনো একসময় চিকন্দী কোর্টের সামনে বাস ও কাপড়ের তৈরি নৌকাটি পুড়িয়ে দেয়া হয়।

এদিকে নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।

Nowka-Protik-Pora

এ ব্যাপারে চিকন্দী ইউনিয়ন আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বলেন, মঙ্গলবার গভীররাত হতে বুধবার ভোর পর্যন্ত কোনো একসময় আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মুন্সীর লোকজন নৌকায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় আমি তার বিরুদ্ধে মামলা করবো।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মুন্সী বলেন, চিকন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি ৮০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হবো। তাই আওয়ামী লীগ প্রার্থী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
 
ছগির হোসেন/ এমএএস/এবিএস