ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এবার উপজেলা নির্বাচনের মাঠে নায়ক সাইমন

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৫ মে ২০২৪

এবার উপজেলা নির্বাচনী মাঠে দেখা গেছে নায়ক সাইমন সাদিককে। বুধবার (১৫ মে) সকাল ১০টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর ছাতিরচরের প্রচারণার ৭টি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘ছাতিরচর এর বাচ্চারাও যেন সরদারময়’

এবার উপজেলা নির্বাচনের মাঠে নায়ক সাইমন

জানা গেছে, দ্বিতীয় ধাপে ২১ মে কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যবসায়ী মোকাররম সরদার। আর সেই ব্যবসায়ী মোকাররম সরদারের নির্বাচনী প্রচারণায় মাঠে দেখা গেছে নায়ক সাইমন সাদিককে। মঙ্গলবার সাইমন নিকলী উপজেলার ছাতিরচর হাওরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

এবার উপজেলা নির্বাচনের মাঠে নায়ক সাইমন

এ বিষয়ে নায়ক সাইমন সাদিক বলেন, সাধারণত আমি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় মাঠে যাই না। নিকলী আমার পার্শ্ববর্তী উপজেলা। নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে মোকাররম সরদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আমার পরিচিত বড় ভাই। উনি আমাকে তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে বলেছেন। তাই আমি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি।

তিনি বলেন, এখানকার যারা ভোটার রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে রয়েছেন। এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পেরে আমার খুব ভালো লাগছে।

এবার উপজেলা নির্বাচনের মাঠে নায়ক সাইমন

চিত্রনায়ক সাইমন সাদিকের জন্ম ১৯৮৬ সালের ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামে। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাদেকুর রহমান। মা উম্মে কুলসুম গৃহিণী।

এসকে রাসেল/এফএ/এমএস