ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৭ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে চাঁদপুরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শুক্রবার (১৭ মে) বিকেলে শহরের বাবুরহাট এলাকায় জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির লিফলেট বিতরণ

দলীয় সূত্রে জানা যায়, ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ শিরোনামে লিফলেটে ডামি নির্বাচন বর্জনসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষকে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন।

এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিক শিকদার, খন্দকার মারুফ হোসেন, সাবেরা আলাউদ্দিন, শেখ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/এনআইবি/জিকেএস