ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাইমচরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৩

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৬:৫২ এএম, ২১ এপ্রিল ২০১৬

হাইমচরে বোমা বানানোর সময় বোমা বিস্ফোরিত হয়ে ৩ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার উত্তর গন্ডামারা কালু পাটওয়ারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় বৃহস্পতিবার হাইমচর থানায় বিস্ফোরক আইনে আরিফুল ইসলাম ও সোহাগসহ ৪ জনের নাম উল্লে­খ্য করে ও অজ্ঞাত ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। ইতোমধ্যে আরিফুল ইসলামকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।

এলাকাবাসী ধারণা করছে, আগামি ২৩ এপ্রিল ফরিদগঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতা ঘটানোর জন্য এ বোমা তৈরি করা হচ্ছিলো।

হাইমচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি।  এ ঘটনায় মামলা হয়েছে। ১ জন আসামিকে আটকও করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

ইকরাম চৌধুরী/এফএ/পিআর