ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুষ্ঠু নির্বাচন হলে ফরিদগঞ্জে চমক দেখাবেন আবু তাহের সরকার

প্রকাশিত: ০৮:৪০ এএম, ২১ এপ্রিল ২০১৬

ফরিদগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ এপ্রিল (শনিবার)। তবে এই ইউনিয়নগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত গোবিন্দপুর উত্তর ইউপি।    

স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত এ ইউপিতে প্রতিবারই আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন।

এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচন করা বিদ্রোহী প্রার্থী আবু তাহের সরকার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অবতীর্ণ হয়েছেন। 

২০১১ সালের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজয় হলেও এবার তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তার সমর্থকরা জানান, যেহেতু প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের। তাই নির্বাচনে ভোটারদের মন জয় করা প্রার্থীই জয়ী হতে পারে।

এ ব্যাপারে আবু তাহের সরকার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তিনি বিপুল ব্যবধানে জয়ী হবেন তা নিশ্চিত। মানুষ যেভাবে সাড়া দিয়েছে তাতে তিনি অভিভূত।

জেএইচ/এএইচ/পিআর