ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেফতার ১০

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:০৬ এএম, ২৪ মে ২০২৪

চাঁদপুরের মেঘনা নদীতে বাল্কহেডে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৯ বাল্কহেডের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে কাগজপত্র যাচাই করে বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে স্থানে উৎকীরন এবং সুকানি যোগ্যতা না থাকার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) রাতে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, সকাল ৬টা ৪০মিনিট থেকে সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত সদর উপজেলার পৌর এলাকা ও রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে অভিযান চালিয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ময়নাল হোসেন ও সঙ্গীয় ফোর্স তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতার ১০ জনের মধ্যে আটজনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চরাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) বিবিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দকৃত বাল্কহেড চালকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া বাকী দুইজনের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় একটি নিয়মিত মামলা হয়েছে।

শরীফুল ইসলাম/এএইচ/জিকেএস