ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

২০ ডিসেম্বর মৌলভীবাজারে শোক দিবস

প্রকাশিত: ১০:৫৪ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

আজ সেই ভয়াল ২০ ডিসেম্বর। মৌলভীবাজারের মানুষ এই দিনটিকে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকে।

৭১’ এর ১৬ ডিসেম্বরের বিজয় দিবসের আমেজ কাটিয়ে অনেক মুক্তিযোদ্ধা বাড়ি ফেরার পর ২০ ডিসেম্বর সকালে মৌলভীবাজার সরকারি স্কুলে অকস্মাৎ মাইন বিস্ফোরণের ঘটনায় ২৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। তখন থেকে এই দিনটি জেলাবাসী স্থানীয় শহীদ দিবস হিসাবে পালন করে আসছে।

৪নং সেক্টরের নিয়ন্ত্রণাধীন মৌলভীবাজার এলাকার দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধের রাজনৈতিক কো-অর্ডিনেটর আজিজুর রহমান জানান, ৮ ডিসেম্বর মৌলভীবাজার জেলা (তৎকালীন মহকুমা) শক্রমুক্ত হয়। তৎকালীন মহকুমা প্রশাসক কার্যালয়ের সামনে উড়ানো স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা। এরপর বীর মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীর ফেলে যাওয়া অস্ত্র, গোলা বারুদ, গ্রেনেডসহ বিভিন্ন ধরনের জীবননাশী সরঞ্জাম লোকালয় ও ক্যাম্প থেকে কুঁড়িয়ে মৌলভীবাজার সরকারি স্কুলের একটি কক্ষে এনে জমা করছিলেন।

২০ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে দুটি যানবাহনে করে বেশ কিছু সমর সরঞ্জাম নিয়ে আসেন মুক্তিযোদ্ধারা। এই সব খালাসে ব্যস্ত মুক্তিযোদ্ধারা। তাদের কার্যক্রম দেখাশুনা করে শহরের চৌমোহনা এলাকার দিকে আসার পর মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠে শহর এলাকা। স্কুল প্রাঙ্গনে ঘটে যাওয়া মাইন বিস্ফোরণে সেদিন ২৪ জন মুক্তিযোদ্ধা প্রান হারান।

তারা হলেন, সুলেমান মিয়া, রহিম বক্স খোকা, ইয়ানূর আলী, আছকর আলী, জহির মিয়া, ইব্রাহীম মিয়া, আব্দুল আজিজ, প্রদীপ চন্দ্র দাস, শিশির রঞ্জন দেব, সত্যেন্দ্র দাস, অরুন দত্ত, দিলীপ দেব, সনাতন সিংহ, নন্দ লাল বাউরী, সমীর চন্দ্র সেন, কাজল পাল, হিমাংশু পাল, জিতেশ চন্দ্র দেব, আব্দুল আলী, নূরুল ইসলাম, মোস্তফা কামাল, আশুতোষ দেব, তরনী দেব ও নরেশ চন্দ্র ধর।

বীর মুক্তিযোদ্ধা মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, ২০ ডিসেম্বরকে মৌলভীবাজারবাসী স্থানীয় শহীদ দিবস হিসাবে দীর্ঘ দিন ধরে পালন করে আসছে। সরকারি স্কুল মাঠ প্রাঙ্গনে মুসলমানদের গণকবর দেওয়া হয় এবং হিন্দুদের দাহ করা হয়। তাদের স্মৃতিকে অমর করে রাখতে স্কুল মাঠের পূর্ব পাশে নির্মাণ করা হয়েছে স্মৃতি সৌধ।

এরপর থেকে এ দিন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ।