ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি সদস্য রুবেল হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ২৬ মে ২০২৪

নরসিংদীতে আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুহুলকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

রোববার (২৬ মে) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার।

গ্রেফতার রুহুল সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভৌয়ম গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতার রুহুল আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার ৩ নম্বর আসামি। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার আমদিয়া এলাকায় অভিযান চালায়। এসময় ভৌয়ম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে থেকে রুহুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল জব্দ করে পুলিশ।

গ্রেফতারের পর রুহুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য রুবেল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে ওসি খোকন চন্দ্র সরকার জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য রুবেল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি রুহুলকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

তিনি আরও জানান, রুহুলের নামে এর আগে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং মাধবদী থানায় একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

সঞ্জিত সাহা/এনআইবি/জিকেএস