ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৈালপাড়ায় আ.লীগ কার্যালয়ে বোমা হামলা

প্রকাশিত: ০৫:৪৩ এএম, ২২ এপ্রিল ২০১৬

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গ্রাম চিকন্দী বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রাম চিকন্দী বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাত সাড়ে ১২ টার দিকে ২০টি বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক প্রায় ১৫টি বোমা বিস্ফোরিত হয়। এসময় কার্যালয়ে থাকা চেয়ার এবং দলীয় ব্যানার পুড়ে যায়। পরে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

Sholpara

এসময় চিকন্দী ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কার্যালয় থেকে তাজা ৫টি বোমা উদ্ধার করে। বর্তমানে এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রাজ্জাক মাদবর বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। ৯০ ভাগ ভোট আমিই পাব তাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী (মটর সাইকেল) স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন হাওলাদার তার সমর্থক নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলা করেছে এবং রাস্তায় টানানো নৌকা প্রতীক পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ব্যাপারে তিনি সকালে থানায় মামলা করবেন বলেও জানান।

তবে এবিষয়ে কথা বলার জন্য স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ছগির হোসেন/এফএ/পিআর